Posts

১লা জানুয়ারী ২০১৯

Image
                                সম্পাদকীয়  কলমে... দেখতে দেখতে আরও একটি বৎসর চলে গেল । নতুন কিছুই হল'না এদেশে । আরও কিছু কৃষক আত্মহত্যা করল । ধর্ষিত হল আরও কিছু নারী । পত্রিকায় ছাপা হল তাদের ছবি । আরও কিছু প্রেমিক বিশ্বাস ভঙ্গের যন্ত্রণা নিয়ে সিগারেট ধরাল প্রকাশ্য রাস্তায় । স্ট্যাচু অব ইউনিটি মাথা উঁচু করে দাঁড়ালো , নর্মদা নদীর  তী রে । আর সেই নদীর জলে ভেসে  আসলো   আরও কিছু গৃহবধূর গুম হয়ে যাওয়া লাশ । এই লোপাট হয়ে যাওয়া দেশে , এই পঙ্খিলতায় মুহ্যমান দেশে হঠাৎ একদিন একদল পাখি উড়ে এল পরিযায়ীর মত । অচেনা , অজানা সেইসব পাখিরা এল বর্ষশেষের শিশিরে ভিজে যাওয়া দু ডানায় উড়াল   দিয়ে । কিছু গান , কিছু কলতান শোনাবে বলে , নতুন কিছু শোনাবে বলে । আসুন তাঁদের বরণ করে নেই ।।  এই সংখ্যার অচিন পাখিরা - রসিক সুজন, আবদুল্লা রহমান মিঠুন, ইন্দ্রাণী কর্মকার, মহাদেব বর্মন, ব্রততী রায় পাটোয়ারী, প্রবীর বরণ সরকার, অজয় গায়েন, নন্দিতা রায়, সাবিউল ইসলাম, ব্রততী সিংহ, কনক রায়, মমতা রায়, আসলাম হো